নীতিমালা

Quiz Bee কতৃক তথ্য সংগ্রাহকগণ বিভিন্ন সংবাদ মাধ্যম, প্রবন্ধ ও ছবি সংগ্রহের পর তা যাচাই বাছাই এবং প্রয়োজনীয় সম্পাদনার পর সেগুলো প্রশ্ন-উত্তর ভাবে ওয়েবসাইটে প্রকাশ করে এবং সেগুলো নিয়মিত আপগ্রেড করে থাকে। Quiz Bee তে প্রকাশিত কিছু কিছু তথ্য সময়ের সাথে পরিবর্তনের ক্ষমতা রাখে। এছাড়াও বহুল তথ্যের ভান্ডার হওয়ায় কিছু ক্ষেত্রে  উপস্থাপিত তথ্যে বা ছবিতে ত্রুটি-বিচ্যুতি থেকে যায় যা অস্বাভাবিক নয়। তবে তা কতৃপক্ষের দৃষ্টি গোচরের সাথে সাথে পুনঃ সম্পাদন করা হয়। Quiz Bee থেকে কোন ভুল তথ্যের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য কতৃপক্ষ কোনভাবেই দায়ী নয় এবং পরবর্তীতে কোনো দায় নিতেও রাজি নয়। Quiz Bee  এর কোন প্রকাশিত পাঠে কোন তথ্যে ঘাটতি বা ভুল আছে মনে হলে যে কেউ ঐ পোস্টে মন্তব্য করে বা যোগাযোগ করে আমাদের জানাতে পারেন। তবে আপনার দাবী পরিপ্রেক্ষিতে ঐ প্রতিবেদন পুনঃপরীক্ষা করার পরই প্রকাশিত হবে।

Quiz Bee তথ্যগুলোর সত্ত্ব বা কপিরাইট (Copyright) সংরক্ষিত। তবে ব্যক্তিগত প্রয়োজনে, অবাণিজ্যিক উদ্দেশ্যে কিংবা শিক্ষামূলক কাজে যে কেউ এর ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আমাদের ক্রেডিট দিতে হবে (লিংকসহ)। Quiz Bee  এর নীতিমালায় যেকোন সময় পরিবর্তন আনার ক্ষমতা কতৃপক্ষ রাখে। কোন পরিবর্তন আনা হলে সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।